
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টেস্ট থেকে অবসর নেওয়ার পর দেশের ক্রিকেট কমেন্ট্রি এবং সাংবাদিকতার মান নিয়ে কড়া সমালোচনা করলেন রোহিত শর্মা। তাঁর দাবি, বর্তমানে ধারাভাষ্যে কেবল বিতর্ক তৈরি এবং খবরে ‘মশলা’ যোগ করতেই সকলে ব্যস্ত থাকেন। খেলার বিষয়ে আর কেউ আলোচনা করেন না। বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরে এক খোলামেলা সাক্ষাৎকারে রোহিতের বক্তব্য, বর্তমান ভারতীয় কমেন্ট্রি শুধুমাত্র আসল ক্রিকেটপ্রেমীদের প্রতি অবমাননা, যারা খেলার গভীরতা বুঝতে আগ্রহী।
ভারতীয় দলের ওয়ান ডে অধিনায়কের কথায়, ‘অস্ট্রেলিয়ান কমেন্ট্রি অনেক বেশি গঠনমূলক। আমরা যখন অস্ট্রেলিয়ায় যাই, তাদের কমেন্ট্রি শুনি, তখন বোঝা যায় মানের পার্থক্য কতটা। ভারতের তুলনায় সেটা অনেক ভাল। এখানে কেউ খেলাটার দিকেই মনোযোগ দেয় না’।
রোহিত আরও অভিযোগ করেন, ‘ভারতীয় সম্প্রচারমাধ্যম ও সাংবাদিকরা শুধু একজন নির্দিষ্ট তারকা খেলোয়াড়কে নিয়ে পড়ে থাকেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনা হতে থাকে। খেলার কৌশল, বিশ্লেষণ, বর্তমানে এগুলো প্রায় উঠেই গেছে’।
তিনি আরও বলেন, ‘আগে ক্রিকেট নিয়ে আলোচনা হত, এখন কেবল ভিউজ, লাইক, আর ক্লিকবেটই লক্ষ্য। এটা খুব হতাশাজনক’। তিনি আরও যোগ করেন, ‘আমরা খারাপ খেললে আমাদের সমালোচনা করা উচিত, সেটার প্রয়োজন আছে। যেমন আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে খারাপ খেলেছি, অবশ্যই সমালোচনা হওয়া উচিত। কিন্তু সমালোচনারও একটা ভদ্রতা থাকে। এখানে সেটা নেই’।
উল্লেখ্য, সম্প্রতি, টেস্ট ক্রিকেটটা খুব একটা ভাল যায়নি ভারতের জন্য। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ২০২৪-২৫ সালের অস্ট্রেলিয়া সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। বর্ডার-গাভাসকার ট্রফি ১-৩ ব্যবধানে হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। এমনকি, দেশের মাটিতে নিউজিল্যান্ডের ০-৩ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে।
ইডেন থেকে আহমেদাবাদে আইপিএল ফাইনাল সরায় বিস্ফোরক ক্রীড়ামন্ত্রী, বলছেন, '... উদ্দেশ্যপ্রণোদিত'
আর খেলতেই পারতেন না ফুটবল, 'মেরুদণ্ড শক্ত' করে ইস্টবেঙ্গলে এলেন তরুণ তুর্কি
'অফ সাইড ফিল্ডার্স' নিয়মের গেরোয় মুম্বই, কী এই নিয়ম? কী শাস্তি পেলেন হার্দিকরা?
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল ভারত, সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার
মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ